প্রকৌশলী মোঃ আহসান উল্লাহ

সাধারণ সম্পাদকের বাণী

প্রকাশিত: 27 Sep 2025

মেহেরপুর জেলা সমিতি, ঢাকা- সকল সংকট উত্তরণে পাশে থাকা।

মেহেরপুর জেলা সমিতি, ঢাকা- একটি মানবিক ও কল্যাণ মূলক সংগঠন। এটি মেহেরপুরবাসীর আস্থার প্রতীক। যেখানে ভালোবাসা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার উন্মুক্ত চর্চা হয়।

আগামীর সুন্দর ও পরিশীলিত মেহেরপুর বিনির্মাণের গভীর প্রত্যয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনে সাধারণ সম্পাদক হিসেবে থাকতে পেরে আমি গর্বিত ও সবার প্রতি কৃতজ্ঞ। ঢাকায় বসবাসরত মেহেরপুরবাসীর সামগ্রিক কল্যাণ, দৃঢ় বন্ধন, সামাজিক এবং মানবিক সহযোগিতায় আমরা নিবেদিত ও অন্তঃপ্রাণ। এই সংগঠন নানান শ্রেণি পেশার মানুষের উৎকর্ষ সাধন, গুণীজনের সংবর্ধনা, শিক্ষায় বৃত্তি প্রদান, চিকিৎসা সহায়তা এবং সকল মানবিক কার্যে সক্রিয় ভূমিকা পালন করে থাকে।

আমার গভীর বিশ্বাস, আমাদের মহৎ উদ্দেশ্য ও কর্মের প্রত্যয়ে আগামী প্রজন্ম আস্থাশীল থাকবে এবং সকল কার্যক্রমকে মেহেরপুরবাসীর সামগ্রিক কল্যাণে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সকলের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও সমর্থনের মাধ্যমেই গড়ে উঠবে সমৃদ্ধ মেহেরপুর।

এই সমিতির অগ্রযাত্রায় একে অপরের পাশে থাকব, যুগপৎ পথ চলব – এটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।

শুভেচ্ছা অবিরত,

প্রকৌশলী মো. আহসান উল্লাহ
সাধারণ সম্পাদক, মেহেরপুর জেলা সমিতি, ঢাকা।