মেহেরপুর জেলা সমিতি,ঢাকা- এর বার্ষিক বনভোজন-২০২৬।

মেহেরপুর জেলা সমিতি,ঢাকা- এর বার্ষিক বনভোজন-২০২৬।

Published Date: December 14, 2025


আসসলামু আলাইকুম।

মেহেরপুর জেলা সমিতি,ঢাকা- এর বার্ষিক বনভোজন-২০২৬। 

আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার) -২০২৬ CCULB Resort & Convention Hall (Near Purbachal)অনুষ্ঠিত হবে। জেলার সকল শ্রেণি পেশার মানুষ এই আনন্দঘন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
প্রক্রিয়া : অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাধারণ/আজীবন সদস্য হলে একটি ইউনিক আইডি নম্বর পাবেন। রেজিষ্ট্রেশন করার সময় আপনার আইডি নম্বরটি লিখুন। জন প্রতি ২,০০০/-(দুই হাজার) টাকা অনলাইন গেটওয়ের মাধ্যমে প্রদান পূর্বক রেজিষ্ট্রেশন সম্পন্ন করে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন।

আবেদন ও রেজিষ্ট্রেশ করতে প্রবেশ করুন: www.meherpurjilashomity.com

খাবারের মেন্যু: 
সকালের নাস্তা: লুচি/পরোটা(পছন্দ মতো),বুটের ডাল(ছাগলের মাথা এবং কলিজা দিয়ে রান্না),হালুয়া (কিচমিচ ও বাদাম দিয়ে রান্না), একটা সিদ্ধ ডিম ও পানি।
দুপুরের খাবার: পোলাও ,মুরগির রোস্ট,খাসির রেজালা,মিক্সড সবজি,সালাদ,ফিন্নি,সফট ড্রিংকস ও পানি। 
বিকালের নাস্তা: চটপটি,রেশমি জিলাপি(পাঁচ পিস),পানি। 
                     “চা-কফি যতবার মন চাই –সারাদিন”
অনুষ্ঠান সূচী: 
১. বনভোজন কমিটির আহবায়কের স্বাগত বক্তব্য 
২.   মেহেরপুর জেলা সমিতির ওয়েব সাইট প্রদর্শন ও সদস্য সংগ্রহ করন।
৩.    গত এক বছরে সমিতির কার্যক্রমের উপর সংক্ষিপ্ত আলোকপাত।
৪.    বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন। 
৫.    সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য প্রদান ।

অনুষ্ঠানটির সফল আয়োজনের জন্য সকলকে সবিনয়ে অংশ গ্রহণের আহবান জানাচ্ছি।

আমন্ত্রণে: 
বনভোজন কমিটির আহবায়ক
প্রকৌশলী মো: শহীদুল্লাহ


                সাধারণ সম্পাদক                                                   সভাপতি 
             প্রকৌশলী মো: আহসান উল্লাহ                           দাতৌ প্রকৌশলী মো: একরামুল হক 


                                          মেহেরপুর জেলা সমিতি,ঢাকা।

সকল তথ্য জানতে ও অর্থ প্রদানে সহায়তা পেতে যোগাযোগ করুন:
মো: হাফিজুর রহমান । মোবাইল নম্বর:  ০১৯২৯ ০৬ ৯৯ ৩১
মো: মাহবুব হোসেন  । মোবাইল নম্বর:  ০১৭১১ ১৮ ১১ ২৬